টাঙ্গাইলে এসএসএস এর উদ্যোগে মতবিনিময় সভা

আবু কাওছার আহমেদ
প্রকাশিত: ০২:৩২ পিএম, সোমবার, ১১ মার্চ ২০১৯ | ৫৬৯

টাঙ্গাইলে এসএসএস এর উদ্যোগে কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন প্রকল্প সেবা প্রদানকারী ব্যক্তিবর্গের সাথে প্রকল্প মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নেন- এসএসএস এর শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচির পরিচালক আবদুল লতীফ মিয়া, এসএসএস পলিটেক ইনস্টিটিউটের অধ্যক্ষ বীরেশ চন্দ্র পাল, ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম, সোনার বাংলা চিলড্রেন হোমের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসএস এর শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মো. জোবায়ের। 

এ সময় সোনার বাংলা চিলড্রেন হোমের শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের অধিকার, বাল্য বিয়ে, মাদকাসক্ত ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিষয়ে করনীয়, ইভটিজিং বিষয়ে আলোচনা করা হয়।