ধনবাড়ীতে ডিবি পরিচয়ধারী ৩ প্রতারক গ্রেপ্তার
 
												 
																			টাঙ্গাইলের ধনবাড়ী সব-রেজিষ্টার অফিস সংলগ্ন মিল্টনের ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার (৫ মার্চ১৯ইং) বিকেলে ডিবি পরিচয়ে ৩ যুবক ২০ লক্ষ টাকা চাদা দাবী করায় তাদের কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রপ্তারকৃতরা হলেন-ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের রুকু হাজীর ছেলে এস আল-আমিন(রিটু),চালাষ এলাকার হযরত আলী(৩৩) সহ বাদুরিয়া গ্রামের রাজীব হোসেন (রাজু) এরা তিনজন মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ডিবি পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানের কাগজ পত্র ঠিক নেই বলে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে। এসময় তাদের কে ভূয়া ডিবি মনে হলে ধনবাড়ী থানা পুলিশ কে খবর দেয়।
ধনবাড়ী থানার এস আই নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঐ ৩ প্রতারক কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানায় মামলার প্রস্তুতি চলছে।
 
                         
 
             
            