ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে অপরাধ দমন সভা অনুষ্ঠিত
 
												 
																			টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গি নির্মূলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে সোমবার ৪ ফেব্রুরায়ি এক অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে ভূঞাপুর থানা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মো.শফিকুল ইসলাম,কালিহাতী সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির।
আলোচনায় অংশ গ্রহন করেন ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো.আশরাফ হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক।
এসময় মাদক,বাল্য বিবাহ ও জঙ্গি নির্মূলে সহযোগিতার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ।
 
                         
 
             
            