নাগরপুরে ট্রাক চাপায় নিহত ১

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, রোববার, ৩ মার্চ ২০১৯ | ৪৪৯

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক চাপায় শাজাহান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার ভোর ৬ টায় টাঙ্গাইল-আরিচা মহাসড়কে ধলাপড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতি আসা ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শাজাহান উপজেলা সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা শালিনা পাড়া গ্রামের মৃত রেকাত আলী ছেলে।

নাগরপুর থানার পুলিশ উপ-পরিদশক (এস আই ) সজল খান জানান, নিহত শাজাহান সকাল ৬ টার সময় কাজের উদ্যোশে বাড়ী থেকে বের হয়। টাঙ্গাইল-আরিচা মহাসড়কে ধলাপড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে বেপড়োয়া গতিতে আসা ট্রাকটি চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।

নিহত পরিবারের পক্ষ থেকে নাগরপুর থানায় কোন রকম অভিযোগ না করায় শাজাহানের মৃত দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।