পাইলটকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে কোনো ‘চুক্তি নয়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬০
ভারত-পাকিস্তান আকাশ যুদ্ধের পর পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে ফেরত পেতে কোনো ধরনের চুক্তি করবে না ভারত।


এনডিটিভি তার সূত্রের বরাতে জানায়, বিমান বাহিনীর কর্মকর্তাকে ফেরত পেতে কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা চালাবে না ভারত। কোনো ধরনের শর্ত ছাড়াই দ্রুত তাকে ফেরত চায় তারা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তানের আকাশ যুদ্ধের সময় আটক করা হয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার একটি ভিডিও প্রকাশের পরই দ্রুত তাকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। তবে পাকিস্তান জানিয়েছে, অভিনন্দনের বিষয়ে কয়েকদিন পর সিদ্ধান্ত নেবে তারা।