বিরোধীদল অংশগ্রহণ করলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো : স্বরাষ্ট্রমন্ত্রী
 
												 
																			রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিরোধীদল না থাকায় ঢাকার সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, তবে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে বিরোধীদল অংশগ্রহণ করলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।’
আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেওয়া শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের না, রাজনৈতিক দলের- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে রাজনৈতিক দল হিসেবে এর দায় থেকে আওয়ামী লীগ মুক্ত বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে এখন বাড়ছে। যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগলো আপনারা দেখেছেন। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং পুরোটা সময় তেমনই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। রাজধানীতে অবশ্য আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।
 
                         
 
             
            