পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেললো ভারতীয় যুদ্ধ বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ২৮৯

পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে  পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলেছে ভারতীয় যুদ্ধ বিমান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান সেনা।

ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান সেনা।

 

এঘটনায় পাকিস্তান আইএসপিআর প্রধান দাবি করেছেন, তাদের পাল্টা ব্যবস্থায় ভারতীয় বিমানগুলো ফিরে গিয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে আত্মঘাতী জঙ্গি  আক্রমণে প্রাণ হারান ৪০ জন ভারতীয় আধা সেনা। যা নিয়ে শোকে কাতর হয়েছিল পুরো ভারত।

সেই সময় থেকেই পালটা বদলা নেওয়ার দাবি ওঠে। পুলওয়ামার জঙ্গি হামলার বদলা কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠে ভারতজুড়ে। লোকসভা নির্বাচনের আগে যুদ্ধের জিগির তুলে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে মোদি সরকারের বিরুদ্ধে।