মির্জাপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব বিষয়ক কর্মশালা

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | ৬১৮

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক প্রসব জোরদার বিষয়ক একদিনের্ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়্।

কমৃশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিপিটর সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম শামসুদ্দিন আহমেদ,এডিসিসি টাঙ্গাইল ডা. ফরহাদ আলী খান,এসওএমসিএইচ টাঙ্গাইল ডা. মো. ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাত, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, বাশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন প্রমুখ।

কর্মশালায় ইউনিয় স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহের সাতদিনই ২৪ ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসব জোরদার করতে করনিয় বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।