মির্জাপুরে চারটি বাংলা ড্রেজার ধ্বংস

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, রোববার, ২৬ এপ্রিল ২০২০ | ৩৪৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সূত্র মতে, রোববার (২৬ এপ্রিল) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে উয়ার্শী ইউনিয়নের নওগাও, সার্ফতা, দেইলীপাড়া নাগরপাড়া, বারিন্দা নদীতে একাধিক পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪ টি ড্রেজার মেশিন, প্লাস্টিকের পাইপ ধ্বংস ও এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেন জানান, অবৈধ ৪ টি ড্রেজার ধ্বংস করা হয়েছে এবং একটি ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। অপরাধ যেই করুক তাদের ক্ষমা নেই