৩১ মার্চ ১২২ উপজেলায় ভোট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৯৫

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
 
বুধবার (২০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ হবে।

তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে।