মির্জাপুরে প্রতিবন্ধীদের স্কুল উদ্বোধন করেন একাব্বর হোসেন এমপি

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪২ এএম, শনিবার, ২৯ জুলাই ২০১৭ | ৩৬১
টাঙ্গাইলের মির্জাপুরে ভিন্নভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) স্কুল উদ্বোধন করেন আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এমপি। শনিবার লার্ন এন্ড লিভ ফাউন্ডেশন কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করেন। অন্যদিকে দিনটিকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য উন্মুক্ত দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে (প্রতিবন্ধীদের নবনির্মিত) পৌর সদরের বাবু বাজার স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের পরিচালক অস্ট্রেলিয়া (প্রবাসী) শাহ্ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন ও সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, নাছিমা আক্তার চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারগাঁও নারায়নগঞ্জ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সভাপতি অধ্যাপক দূর্লভ বিশ^াস, কায়সার হামিদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (সাবেক) অধিনায়ক, সাথী আক্তার লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ শাখা সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, হাসিবা হাসান জয়া প্রতিবন্ধী বিশেষজ্ঞ,উপজেলা যুবলীগের আহŸায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহŸায়ক আবিদ হোসেন শান্ত, ঘোষ অমলেন্দুবাসী ভারতেশ^রী হোমস প্রতিনিধি, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এমপি তার বক্তব্যে বলেছেন, যথাযথ সুযোগ ও উপযুক্ত সেবা পেলে প্রতিবন্ধীরাও সমাজে বিশেষ ভূমিকা রাখতে পারে। আলোচনা শেষে লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি ১০জন প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করেন। লন্ডন প্রবাসী ফারুক আহম্মেদ রণি, ফরিদা ইয়াসমিন জেসী ও অস্ট্রেলিয়া বসবাসরত শাহ্ আলম মামুনের সহযোগিতায় উক্ত এলাকার প্রজেক্টের সর্বপ্রথম কর্মসূচী গ্রহণ করা হয়। ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে রয়েছেন শাহ্ আলম মাসুদ রানা। ফাউন্ডেশন সুত্র জানায়, বর্তমানে মির্জাপুরে ১০০জনেরও বেশি প্রতিবন্ধী সেবাগ্রহণকারী রয়েছে। তাছাড়াও মির্জাপুরের দেওহাটা বাজারে, নারায়নগঞ্জ ও রংপুর জেলায় এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে।