টাঙ্গাইলে হিন্দু দম্পতি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, শনিবার, ২৯ জুলাই ২০১৭ | ৩০৬

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা দাসের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের পরিবার, এলাকাবাসী ও রসলপুর বাছিরননেছা উ”চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে তারা। পরে রসুলপুর বাছিরন নেছা উ”চ বিদ্যালয় মাঠে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক রাশেদ রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজকুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ, গত ২৭ জুলাই বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে সেফটি ট্যাংক থেকে রসুলপুর বাছিরন নেছা উ”চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল কুমার দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যায় নিহত দম্পতির ছেলে নির্মল কুমার দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।