বনগ্রাম গণহত্যা দিবস স্মরণে নাগরপুরে

শোক র‌্যালী দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ | ৩৩৫

১৯৭১ সালের ২৫ অক্টোবর পাক হানাদার বাহিনী নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গ্রামে ৭জন মুক্তিযোদ্ধাসহ মোট ৯৭জনকে নির্মমভাবে হত্যা করে।

হানাদার বাহিনী এলাকার বাড়ীঘর জ্বালিয়ে দেয় এবং মা বোনের ইজ্জতের ওপর হামলা করে। এই নির্মম হত্যাযজ্ঞ ও পৈচাশিক হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে বনগ্রাম গণহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের উদ্যোগে বুধবার সকালে শোক র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসা. জিয়াসমিন আক্তার জোৎ¯œা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মতিন সামি, মুক্তিযোদ্ধা জহুরুল হক বাদশা, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর প্রমূখ। এসময় উপজেলার ১২ টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বনগ্রাম গন কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়