উপজেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীমের বিশাল শোডাউন

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ২১০

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের বিশাল শোডাউন হয়েছে। বুধবার উপজেলা সদরে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীমের শোডাউন উপলক্ষে গত এক সপ্তাহ যাবত প্রচারনায় সরব ছিল তার সমর্থক ও দলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীমের সমর্থকরা ছিল সবচেয়ে বেশি সরব। তাছাড়া বিভিন্ন স্থানে পোষ্টার সাটানো মোবাইর ফোনের মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল সর্বক্ষন।

বুধবার সকাল থেকেই শোডাউন উপলক্ষে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। সকাল এগারটার দিকে নারী পুরুষ কিশোর যুবকের সমন্বয়ে পাঁচ সহস্রাধিক লোকের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, আনাইতারার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফতেপুরের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, মহেড়ার চেয়ারম্যান বাদশা মিয়া, ভাওড়ার চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন তালুকদার,বাশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক মিয়া প্রমুখ।