চকরিয়ার শীতবস্ত্র বিতরন করলেন ইউপি চেয়ারম্যান কাইছার
চকরিয়ার লক্ষ্যার ইউনিয়নের চেয়ারম্যানের সৌজন্য শহস্রাধীক শীতার্থকে শীতবস্ত্র বিতরন করছেন ইউপি চেয়ারম্যান জিএম কাইছার।
বৃহ:স্পতিবার সকাল ইউপি কার্যালয় প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরন করা হয়।
চেয়ারম্যান জিএম কাইছার জানান, দেশের অন্যান্য এলাকার মত চকরিয়ায় ও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতে বয়স্ক,গরীব নারী পুরুষেরাই বেশী কষ্ট পাচ্ছে। তাদের কষ্টের কথা চিন্তা করে লক্ষ্যার চরের বৃদ্ধ নারী-পুরুষকে শীত বস্ত্র বিতরন করছি। ব্যক্তিগত তহবিল এবং বিভিন্ন এনজিও সংস্থার সহযোগীতায় সহস্রাধীক নারী-পুরুষকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।শীতবস্ত্র বিতরনকালে
পরিষদের পরিষদের পুরুষ সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা, ইউপি সচিব সহ গন্য মান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।