কালিহাতীতে গীতা পরিষদের আহবায়ক কমিটি গঠন

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ | ৫৮১

বাংলাদেশ গীতা পরিষদ কালিহাতী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক রমেশ চন্দ্র রায়কে আহবায়ক ও শিক্ষক দুলাল চন্দ্র সূত্রধরকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গীতা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এস কে সরকার (সুকুমার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব, নির্মল কর্মকার, সাংগঠনিক সম্পাদক পরিতোষ ভট্টাচার্য্য।

আরোও বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাধু সংঘের সন্মানিত সাধু বিজন ভট্টাচার্য্য, পূলক চক্রবর্তী, সঞ্জিত কুমার দাস, হরিদাস চন্দ্র বিশ্বাস প্রমূখ।