দুর্নীতি অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯ | ১৭৯

ঝিনাইদহে দুর্নিতীর অভিযোগে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১জন মেম্বর সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ওই ইউনিয়নের ১১ জন সদস্য।

এ সময় তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকারি বিভিন্ন প্রকল্প আংশিক এবং কাজ না করেই টাকা আত্মসাৎ করে আসছে। এ নিয়ে ইউপি সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও লাঞ্ছিত করেছেন। তার এই দুর্নিতীমুলক কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ইউপি সদস্যদের।

তবে অভিযোগ সম্পুর্ন মিথ্যা বলে দাবি করে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিগত ইউপি নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে কাজ করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমার সুনাম নষ্ট করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের মেম্বররা প্রতিটি প্রকল্পের সভাপতি। তার এলাকায় কোন কাজ হলে তারা নিজে তা দেখভাল করেন। তাদের স্বাক্ষরে বিল পাশ হয়। এক্ষেত্রে আমার কোন দুর্নিতী করার সুযোগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সুষ্ঠু তদন্ত করলে মুল ঘটনা বেরিয়ে আসবে।