টাঙ্গাইলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯ | ৩৯৬
টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৩ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।
 
সোমবার দুপুরে দিকে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্টেশন ময়মনসিংহ রোড টিভিএস ভূবন এর সামনে অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী মদসহ খোকন পাটোয়ারী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১২।
 
আটক খোকন পাটোয়ারী লক্ষীপুর জেলার রায়পুর থানার  কেরুয়া গ্রামের পিতা মৃত আাজিজুল্লাহ ছেলে।
 
র‌্যাবসূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্টেশন ময়মনসিংহ রোড টিভিএস ভূবন এর সামনে অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী মদসহ খোকন পাটোয়ারী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১২।
এসময় তার কাছে ৩ বোতল বিদেশী মদ, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সিম কার্ড উদ্দার করেন।

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।