ভূঞাপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪ এএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ৬০৬

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সংবর্ধিত হয়েছেন।

শনিবার ১২ জানুয়ারী সন্ধায় বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুর পৃথকভাবে এ সংবর্ধনা প্রদান করেন। শিক্ষক সমিতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য ছোট মনিরের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাহিনুল ইসলাম প্রমুখ।