অভয়বাস সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | ৪৭৮
বেনাপোল অভয়বাস সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল পাচারের সময় উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর ৬ টার সময় অভয়বাস সীমান্তের মাঠ থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে।
 
২১ বিজিবি লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা অভয়বাস মাঠে অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ৪ জন চোরাচালানিকে বিজিবি ধাওয়া করে আটক করতে পারে নাই।
 
উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি জানান।