মির্জাপুরে একাব্বর হোসেন এমপিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৯ এএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ৬৫৪

টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে টানা চারবারের নির্বাচিত এমপি একাব্বর হোসেনকে মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার সন্ধায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের নেতৃত্বে সাংবাদিকরা এমপি একাব্বব হোসেনের বাস ভবনে এ শুভেচ্ছা জানান। এসময় মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এস এম শিপন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়া উপস্থিত ছিলেন।

এমপি একাব্বর হোসেনের বাস ভবনে অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকরা একাব্বর হোসেন এমপি’র সহধর্মিনী ঝর্না হোসেনকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝর্না হোসেন সকলকে মিষ্টিমুখ করান।