টাঙ্গাইল-৫ (সদর)
বেসরকারীভাবে বিজয়ী ছানোয়ার হোসেন


এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে বিপুল ভোটের ব্যবধানে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
নৌকা প্রতিকে তিনি ভোট পান ১ লক্ষ ৪৯ হাজার ৩ তিনশ ৬২ ভোট। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ধানের শীষ প্রতিকে পান ৭৮ হাজার নয়শ ৯২ ভোট।
উল্লেখ্য, এ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. ছানোয়ার হোসেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান, জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির, স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বী করেছেন।
আসনে ১টি পৌরসভা ও ১২ ইউনিয়নে ভোট কেন্দ্র ১২৭ টি, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৫৭৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯১ হাজার ৭৬৫ জন।