নাগরপুরে পরিবেশক মালিক সমিতির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৬ এএম, শুক্রবার, ২৮ জুন ২০১৯ | ৫৬৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উপেন্দ্র সরোবর দীর্ঘিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতি মো. খোকন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মানিক মিয়ার পরিচলনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা পরিবেশক মালিক সমিতির প্রচার সম্পাদক আঙ্গুল আলী, কোষাধ্যক্ষ তাপস কুমার সূত্রধর, নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির সহ সভাপতি আবদুস ছালাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান , সদস্য আব্দুর আলিম প্রমুখ। এ সময় উপজেলা পরিবেশক মালিক সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।