বাসাইলে দোকান খোলা রাখায় ৬ জনকে জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, সোমবার, ৪ মে ২০২০ | ২১৬

টাঙ্গাইলের বাসাইলে সোমবার (৪ মে) ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ জনকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুননাহার স্বপ্না।

জানাযায়, ষ্টীল সামগ্রী র্নিমাণকারী দোকনি খোলা রাখায় সজীব মিয়াকে পাঁচ হাজার টাকা,ইলেক্ট্রনিক্সের দোকান খোলা রাখায় মো জিয়ারতকে পাঁচ হাজার টাকা, র্হাডওয়ারের দোকান খোলা রাখায় বিশ্বজিৎকে পাঁচ হাজার টাকা, শাড়ী-কাপরের দোকান খোলা রাখায় মহাদেব সাহাকে দশ হাজার টাকা, চশমা ও ঘরির দোকান খোলা রাখায় রিপনকে পাঁচ হাজার টাকা ও কসমেটিক্সের দোকান খোলা রাখায় মোঃ হাসেমকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুননাহার স্বপ্না জানান, স্বাস্থ্য বিধি মেনে মানুষকে ঘরে রাখার জন্য প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সংক্রমণের ঝুঁকি বাড়লেও জনপদে কমছে না মানুষের ভিড়। সামাজিক দূরত্ব না মানলে সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে। কাজেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান।