টাঙ্গাইলে ফাঁস দিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:১৫ পিএম, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ৪৯৮

টাঙ্গাইলে মিজানুর রহমান মিজান (৩০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি শুক্রবার রাতে কোনো একসময় আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।

মিজান পৌরশহরের প্যারাডাইস পাড়া এলাকার মৃত আমিনুল ইসলাম তারার ছেলে ও শহরের ময়মনসিংহ রোডে সুজুকি মোটরসাইকেলের ব্যবসায়িক ডিলার ছিলেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রতিমা রানী তরফদার ব্যবসায়ী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।