নীলফামারীতে বিজয় দিবসের যথাযথ মর্যাদায় পালিত

মোসফিকুর রহমান লাল
প্রকাশিত: ০৫:১৭ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ১৯৬
আজ রবিবার নীলফামারীতে মহান বিজয় দিবসে জাতির গর্বিত শ্রেষ্ঠ সন্তানদের স্বরনে সূর্জদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে,স্মৃতি অঙ্গনে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রসাশন , পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা,রাজনৈতিকদল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো।
 
জেলা প্রসাশক নাজিয়া শিরিন,পুলিশ সুপার আশরাফ হোসেন,পৌর মেয়র দেওয়ান কামাল আহাম্মেদসহ জেলার সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।এ সময় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
 
পরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন জাতীয় পতাকা উত্তোলন,সমাবেশ ও কুচকাওয়াজ পরিদর্শনের শেষে কুচকাওয়াজ দলের ছালাম গ্রহন করেন।
 
এ সময় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের শারিরীক কসরত উপভোগ করেন। ছাত্র-ছাত্রী ছাড়াও পুলিশ ও আনছার বাহিনীর শারিরীক কসরত দেখানো হয়। এছাড়াও বিজয় দিবসে নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।