জন্মের পর নবজাতক হত্যা, গ্রেফতার ২
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুরে জন্মের পর নবজাতক হত্যার ঘটনায় নবজাতকের মা রিনা বেগম ও তার প্রেমিক শিপন খানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। তাদের উভয়ের বাড়ি উপজেলার তরফপুর ইউনিয়নের উত্তর টাকিয়া কদমা গ্রামে।
রিনা বেগমকে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা শেষে এবং শিপন খানকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।
স্বামী বিদেশে থাকার সুজোগে মানিক হোসেনের স্ত্রী রিনা বেগম একই গ্রামের শিপন খান নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়ীয়ে অন্তসত্তা হয়ে পড়ে।
লোক লজ্জার ভয়ে সোমবার সকালে রিনা তার ভাইয়ের শশুড়বাড়িতে বাথ রুমে বাচ্চা প্রসব করে গলা টিপে হত্যার চেষ্টা করে। কুমুদিনী হাসপাতালে সন্ধায় নবজতাকটি মারা যায়।
পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে অবৈধ গর্ভের অভিযোগ এনে রিনার শশুড়বাড়ির লোকজন লাশ গ্রহন করতে অস্বীকৃতি জানায়। পরে রিনার বাবা লাশটি গ্রহন করে দাফন সম্পন্ন করে বলে জানা গেছে।
এতিকে প্রাথমিক চিকিৎসা শেষে রিনা বেগমকে মঙ্গলবার এবং তার পরকীয়া প্রেমীক শিপন খানকে বুধবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরন করেছে বলে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক জানিয়েছেন।
 
                         
 
             
            