প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের কাছে যাব, তাদের কাছে জবাদিহি চাইবো

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫১ এএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ২৩২

নাটোর-১ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম বিমলকে মনোনিত করায় বাগাতিপাড়া থানা বিএনপি প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার দুপুরে থানা বিএনপি’র কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্শিনী অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরীন বলেন, ‘নাটোর-১ আসনে কেন আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়া হলো। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের কাছে যাব, তাদের কাছে জবাবদিহি চাইবো। আমরা বুঝিয়ে দেব লালপুর-বাগাতিপাড়া বিএনপি নেতা-কর্মী শক্তিশালী, আমরা দূর্বল নয়।’

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগাতিপাড়া থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন, সেক্রেটারী ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম জামাল, লালপুর থানা বিএনপি’র সেক্রেটারী হারুন অর রশীদ পাপ্পু, ব্যারিষ্টার ফারজানা রহমান পুতুল, ডা. ইয়াসির আরাফাত রাজন, যুবদলের সেক্রেটারী আরিফ, বাগাতিপাড়া সদর ইউনিয়নের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ। এসময় থানা বিএনপি’র অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি থেকে এক সময়ের বহিস্কৃত ব্যাক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। তার হাতে ধানের শীষ প্রতিক লালপুর-বাগাতিপড়ার বিএনপি নেতা-কর্মীরা কখনই মেনে নেবন না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে এসে বিষয়টি সুরাহা না করলে পরবর্তীতে কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

আরিফুল ইসলাম তপু/