ছানোয়ার হোসেন নৌকার প্রতীক বরাদ্দ পেলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৬২৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যই দিয়ে অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার চূড়ান্ত প্রতীক বরাদ্দ পেলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

রোববার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আলহাজ্ব ছানোয়ার হোসেনকে নৌকা প্রতীক বরাদ্ধ দেওয়ার অনুরোধ জানানো হয়।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম তার কার্যালয়ে ছানোয়ার হোসেনের হাতে প্রতিক তুলে দেন।

রবিবার দিনভর নানা জল্পনা কল্পনা চললেও শেষ পর্যন্ত নৌকা প্রতিকের মাঝি হিসেবে ছানোয়ার হোসেন চূড়ান্ত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শুরু হয় নৌকার পক্ষে ভোট চাওয়াসহ গণজোয়ারের ঝড়।

আলহাজ্ব ছানোয়ার হোসেন প্রতিক পাওয়ার পর থেকেই প্রচারনায় নেমেছেন ।প্রতিক পাওয়ার খবর টাঙ্গাইল সদর উপজেলায় ছড়িয়ে পরলে হাজার হাজার সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে এবং এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিক পাওয়ার পড়ে তিনি প্রতিটি ইউনিয়নে প্রচার প্রচারনায় নামেন।

এছাড়াও টাঙ্গাইলে আটটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা, জাতীয় পাটির প্রার্থীরা লাঙ্গল, বিএনপির প্রার্থীরা ধানের শীষসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতিক ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতিক পেয়েছেন। প্রতিক পাওয়ার পরই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় নেমে পরেছেন প্রচার-প্রচারনায়।