বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ১

বালিয়াকান্দি(রাজবাড়ী)সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ৫১০

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ সোমবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন খান(৩৮)কে গ্রেফতার করেছে।

সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে।

বালিয়াকান্দিথানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, সোমবার রাতে এসআই তিলাম, এএসআই আজিজুর রহমান, এএসআই সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জাবরকোল গোপালের মুদি দোকানের সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন খানকে গ্রেফতার করে।

এব্যাপারে এএসআই আজিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

মঙ্গলবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।

সবুজ সিকদার/পিএইচ/আলোকিতপ্রজন্ম.কম