টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫০ পিএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ১৮৯

টাঙ্গাইলে ৩০০ পিছ ইয়াবাসহ মো. রিপন চৌধুরী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা সিকদার বাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

তথ্যটি ১৮ নভেম্বর রবিবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার এসআই মো. আবুল বাশার মোল্লা নিশ্চিত করেছেন।

এসআই মো. আবুল বাশার মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। পরে রবিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।