বেনাপোলে ৪ লক্ষ হুন্ডি টাকা সহ একজন আটক
 
												 
																			খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের খলসি বাজারের দক্ষিণ হাফিজিয়া মাদ্রসা পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ লক্ষ ২০ হাজার হুন্ডির টাকা ও মটর সাইকেল সহ হাসানুজ্জামান (২৯) নামে একজনকে আটক করেছে । আটক হাসানুজ্জামান শার্শার বসতপুর এলাকার আনোয়ার আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের খলসি গ্রামের দক্ষিন হাফিজিয়া মাদ্রাসা পাশ দিয়ে বিপুল পরিমান একটি হুন্ডির চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পারি বেনাপোলের খলসি গ্রামের দক্ষিন হাফিজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে লুঙ্গির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ লক্ষ ২০ হাজার হুন্ডির টাকা ও একটি মটর সাইকেল সহ পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোলের খলসি বাজারের দক্ষিণ হাফিজিয়া মাদ্রসা পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ লক্ষ ২০ হাজার হুন্ডির টাকা ও মটর সাইকেল সহ হাসানুজ্জামান (২৯) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।
 
                         
 
             
            