কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | ৫৩৮

কুষ্টিয়ায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্ণিত মাদক ব্যবসায়ী। মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৫ নভেম্বর) ভোরে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ ভোর রাতে চাঁদ্গ্রামের ৪ নম্বর ব্রিজ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রতন আলী নামে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।