আজ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ২৭৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের ১৬ জন নেতা আলোচনায় অংশ নেবেন। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোচনায় থাকবেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের ২৩ জন নেতা।

আলোচিত এই সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ. স. ম. আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এস. এম. আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আ. ব. ম. মোস্তফা আমিন এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

ক্ষমতাসীন জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, ডাক্তার দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংলাপে থাকবেন।