মির্জাপুরে ইউপি সদস্য ও বিএনপি নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্য ও বিএনপি নেতাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো তরফপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ডৌহাতলী গ্রামের জলিল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া (৪৫), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাজাহান মিয়া (৫০), ডৌহাতলী গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৬), আফাজ মাতাব্বরের ছেলে ছোরহাব মিয়া (৪৫), মাইন উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪৮), পচুর উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৫), পাথরঘাটা গ্রামের রাইজ উদ্দিনের ছেলে জলিল মিয়া (৩৫) ও পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ভীম চন্দ্র সরকারের ছেলে বল্লব সরকার (৩৫)।
অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস, মোবাইল ফোন উদ্ধার করে।
এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবের সভাপতি ও সম্পাদকের মদদে ক্লাব ঘরটিতে জুয়ার আসর পরিনত হয়েছে।
বংশাই ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসার কারণে কয়েকদিন ধরে এলাকায় বাইরে আছেন। ক্লাব ঘরের ভেতর জুয়ার আসরের খবর শুনে মঙ্গলবার সকালে এলাকায় এসেছেন বলে উল্লেখ করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে একদল পুলিশ পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 
                         
 
             
            