টাঙ্গাইলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৭ পালিত


প্রকাশিত: ০৬:১৭ পিএম, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | ২০৪

টাঙ্গাইলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৭ পালিত হয়েছে।

১৩ অক্টোবর শুক্রবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজে এই আলোচনা সভা ও দূর্যোগ প্রশমন বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহদ দে, ব্র্যাক প্রতিনিধি মো. মুনির হোসেন খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ ভুমিকম্প ও অগ্নিকান্ড থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার জন্য বেশ কয়েকটি মহড়া প্রদর্শন করে।