টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ এএম, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | ২৪০

টাঙ্গাইলে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্ন্যা রামপাল রানীর মোড়স্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সোবহান মিয়া (২০) , আব্দুল হালিম’র ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২ টি সিম ও নগদ ৩ হাজার ৪৩৭ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ এক প্রেসবিজ্ঞপ্তি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা দাইন্ন্যা রামপাল রানীর মোড়স্থ র‌্যাব অভিযান চালায়। এ সময় ৫০ পিস ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়বা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা বিশ্বাস করি।