নাগরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ কমপক্ষে ১০জন আহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | ৫৮০

পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মূমুর্ষ অবস্থায় নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার জয়ভোগ গ্রামে।

আহতরা হলেন, মো. কালাম, মো. আমিন, মো. মজিবব, মো. মুহু মিয়া, মোছা. জয়তন, বাবু মিয়া, মো. নজরুল, মো. মোনছের আলী, মো. ময়নাল।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার জয়ভোগ গ্রামের মো. ছালাম মিয়ার ছেলে মো. আবুল কাশেমের সাথে কোলকুষ্টিয়া গ্রামের বাবু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে জয়ভোগ তিন রাস্তার মোড়ে বাবু ও কাশেমের সাথে কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের নজরুল, মোনছের আলী, ময়নালসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আবুল কাশেমের ওপর অতর্কিত হামলা করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, হামলার ঘটনায় উভয়পক্ষের পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।