সখীপুরে মাছ ধরার উৎসব পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | ২৫৭

টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে পলো দিয়ে মাছ ধরার উৎসব পালন করেছে স্থানীয় মৎস্যপ্রেমী মানুষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাকড়াজান ইনিয়নসহ বিভিন্ন গ্রামের লোকজন পলো নিয়ে মাছ ধরার উৎসবে উপস্থিত হয়ে মাছ শিকার করেন।

জানা যায়, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় হামিদপুর, কচুয়া, সাড়াশিয়া, কালমেঘা, মহানন্দনপুর, শ্রীপুর, বাসারচালা, কুতুবপুরসহ আশপাশের গ্রামের মুরব্বিরা পলো দিয়ে মাছ ধরার তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত ওই দিনে শত শত লোক পলো, জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে নির্ধারিত খালে হাজির হয়।

ওই মাছ ধরা উৎসবে শিকারিদের অনেকেই বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ ধরেছে। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে অঘোষিত ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যময় এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়। উৎসবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরে অনেকে।

এ বিষয়ে হামিদপুর গ্রামের আ. সামাদ মিয়া বড় একটি বোয়াল ধরে মন্তব্য করেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এ যেন আমাদের একটি উৎসব।

কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদ্যাপিত হয়। এলাকাবাসী এটি আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছে বলেও জানান তিনি।