টাঙ্গাইলে হেরোইনসহ গ্রেফতার ২
 
												 
																			টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুইলা বাজার এলাকায় হতে ৫৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় গোয়েন্দা পুলিশের এসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি দল তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তি দেলদুয়ার উপজেলার ডুইলা বাজার এলাকা হতে ৫৫ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার বড় বেতলা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে ছোলমান (শংকর) (৪২), দেলদুয়ার উপজেলার মৌলভী পাড়া গ্রামের মৃত সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ সাব্বির হোসেন (৩৯)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল প্রেরণ করার প্রস্তুতি চলছে। তবে আসামীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এমএমআর/কাওছার আহমেদ
 
                         
 
             
            