ঝিনাইগাতীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন

ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৪৯২

“আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ২২অক্টোবর সোমবার সকালে ঘন্টাব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আমজনতা অংশ গ্রহন করেন। মানববন্ধনটি সকাল ১১ঘটিকা থেকে ১২ঘটিকা পর্যন্ত ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।