নেত্রকোনায় পরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ৫২৫

নেত্রকোনা পৌর শহরের ইসলামপুর মোড় থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সেই বৃদ্ধার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি তার পরিচয় খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।