মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীনকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাবের সাংবাদিকরা রোববার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় ইউএনও ইসরাত সাদমীন ছাড়াও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস (সমকাল) প্রেসক্লাব সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন (ঢাকা টাইমস) সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন (প্রথমআলো) সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রহমান বিজু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী ভোরের কাগজ) এস এম এরশাদ (কালেরকণ্ঠ) হারুন অর রশিদ (নয়াদিগন্ত) আশরাফ আহমেদ (নাগরিককণ্ঠ) প্রমুখ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও ইসরাত সাদমীনকে একটি ডায়রি ও কলম দিয়ে বিদায় জানানো হয়। ইউএনও ইসরাত সাদমীন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
