তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম----

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৪৮১

তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করে বলেই তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিধবা নারীদের জন্য বিধবা ভাতা ও বয়স্ক নারীদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন। মা শক্তিশালী হলে সন্তান পরিবার শক্তিশালী হবে। দেশ এগিয়ে যাবে।

শনিবার সকালে নাগরপুর উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে মা সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তিনি আগামি নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে সকল নেতা-কর্মীদের আহবান জানান।

ধুবড়িয় ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিবলি সাদিক, মো. রফিকুল ইসলাম রঙ্গু।

পরে এদিন বিকেলে উপজেলার দপ্তিয়র নজির আলি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।