ধর্ষনের গুজব ছড়িয়ে হত্যা

হাইকোর্ট থেকে ৬ আসামীর বিভিন্ন মেয়াদে জামিন, ভয়ভীতির অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ২২৬

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষনের গুজব ছড়িয়ে সবজি ব্যবসায়ী শাহিন হত্যা মামলার তালিকাভুক্ত ৬ আসামী হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জমিন পেয়েছে। এরা হলেন মমিনুর রহমান খান লেবু, নজরুল ইসলাম নওজেশ,দুলাল মিয়া,অয়ন খান,এজাজ খান ও বজলু শিকদার। জামিনকৃতদের দ্বারা স্বাক্ষীদের ভয় ভীতির অভিযোগ পাওয়া গেছে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলীর নির্দেশে সবজি ব্যবসায়ী শাহিনকে ধর্ষনের গুজব ছড়িয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ওই গ্রামের চিহ্নিত একটি চক্র।

ঘটনার দুইদিন পর নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী সহ ২৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এক সপ্তাহ পর মামলার তালিকাভুক্ত আসামী সুমনকে গ্রেফতার করে থানা পুলিশ।

ঘটনার দুই সপ্তাহ পর শাহিন হত্যা মামলাটি টাঙ্গাইল ডিবি পুলিশে স্থানান্তিরিত হয়। ডিবি পুলিশ সন্দেহভাজন হেকমত খানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

মামলার তালিকা ভুক্ত আসামী অয়ন খান এবং এজাজ খান গত ৪ অক্টোবর হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। ৯ অক্টোবর মমিনুর রহমান খান লেবু, নজরুল ইসলাম নওজেশ, দুলাল মিয়া ও বজলু শিকদার হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এদিকে জামিনে এসে আসামীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতিহ প্রদর্শন করছে বলে গ্রামবাসী অভিযোগ করেছে।

টাঙ্গাইল (দক্ষিণ ) ডিবি পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত বলেন দুই আসামী জেল হাজতে এবং অপর ৬ আসামী বিভিন্ন মেয়াদে জামিনে রয়েছে। তালিকাভুক্ত অন্য আসামীদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।