চকরিয়ায় ১৮ ইউনিয়ন চেয়ারম্যানের হাতে স্মার্ট টিভি

এম,জুনাইদ উদ্দিন, (চকরিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ এএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ২১৯
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মোহনা মিলনায়তনে এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। 
 
এর আগে সকাল ১০ টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  
 
পরপরই বর্তমান সরকারের নানামুখি সাফল্যের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এতে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাঁসিখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল কাদের, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, চকরিয়া ইউপি সচিব সমিতির সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি সচিব মো. ফয়সাল, কোনাখালী ইউপি সচিব মো. সাইফুল ইসলাম, হারবাং ইউপি সচিব সালাহউদ্দিন কাদের, ডুলাহাজারা ইউপি সদস্য মো. সোলায়মান প্রমুখ ব্যক্তিবর্গ।
 
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের কার্যকারী সভাপতি ছোটন কান্তি নাথ, বাংলাদেশ বেতারের মোহাম্মদ জাহেদ, যায় যায়দিনের চকরিয়া প্রতিনিধি মনজুর আলম, সময়ের সংবাদের সম্পাদক ও সাপ্তাহিক সোনার বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রামের চকরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদ, সংবাদকর্মী মাহমুদুল্লাহ ও সিনিয়র ফটোগ্রাফার মুছা ইবনে হোছাইন বিপ্লব।
 
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের হাতে ১টি করে ১৮টি স্মার্ট টিভি, স্টাপ্লাইজারসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরাঞ্জামাধি তুলে দেন। 
 
উল্লেখ্য, কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে এরই অংশ হিসেবে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের হাতে এ স্মার্ট টিভি বিতরণ করা হয়