কে এই 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' ঐশী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮ | ৭৩১

এ বছর 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ঐশীর বাড়ি পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে ঐশী ছোট।

রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে ঐশীর মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়।

১৮ বছর বয়সী ঐশী পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্কে অংশ নিয়েছেন। যুক্ত আছেন নাচে। আঁকাআঁকি, লেখালেখি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ রয়েছে।

সাঁতারে পারদর্শী এই ঐশীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিয়ে নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ঐশী।