মেয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:০৮ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৪৩৯

টাঙ্গাইলের কালিহাতী থানায় কর্মরত এএসআই হামিদুল ইসলামসহ তিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জের চর শোলাকিয়া এলাকার নিহত আয়েশা আক্তারের পরিবার।

৩০ সেপ্টেম্বর রবিবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আয়েশা আক্তারের পরিবারের পক্ষে মামা রেজাউর হামিদ রেজা।

তিনি বলেন, গত ২০ আগস্ট টাঙ্গাইল জেলার কালিহাতীতে ভাড়াটিয়া বাসায় পুলিশ এএসআই হামিদুল ইসলামসহ তার বড় স্ত্রী সাবিকুন্নাহার বেলী ও বড় বোন শিরিন আক্তার শ্বাসরোধ করে হত্যা করে। পরে ২৭ আগস্ট নিহতের পিতা মুর্শেদ মিয়া কালিহাতী থানা শিশু ও নারী নির্যাতন দমন আইন-২০০০ (সং/০৩) ১১ (ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি। গত ২৯ আগস্ট এএসআই হামিদুল নিজে এসে কালিহাতী থানার অদূরে সাতুটিয়ার ভাড়াকৃত বাসা থেকে বাসার রক্ষিত সমস্ত মালামাল নিয়ে যায়।

অথচ পুলিশের নজর সেই বিষয়টি আসেনি। তাই আমরা পুলিশের উপর কোন ভরসা রাখতে পারছি না। মামলাটি সিআইডিতে স্থানান্তরসহ আয়েশা হত্যারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।