মির্জাপুর কুমুদিনীতে প্রতিবন্ধিদের স্বাস্থ্য সেবায় যুুক্ত করায় উপায় শীর্ষক সেমিনার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৩ পিএম, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৯৫

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রতিবন্ধিদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য সেবায় যুক্ত করার উপায় শীর্ষক সেমিনার হয়েছে ।
ক্রিস্টান ব্রাইট মিশন (সিবিএম) এর সহায়তায় কুমুদিনী হাসপাতালে প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে।

মঙ্গলবার কুমুদিনী হাসপাতলের লাইব্রেরী মিলনায়তনে চিকিৎসক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় অর্ধশত লোক সেমিনারে অংশ নেয়।

সেমিনারে মূল প্রববন্ধ উপস্থাপন করেন সিবিএম প্রকল্পের উপদেষ্টা ডা. এসএম শহীদুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সিবিএম’র প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম, জাকিয়া রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ।

সিবিএম এর আর্থিক সহায়তায় ২০০২ সাল থেকে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবন্ধিদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে বলে কুমুদিনী হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই জানিয়েছেন।