প্রথমবারের মতো সৌদিতে সংবাদ উপস্থাপনায় নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৯৬

সৌদি আরবে খবর পড়লেন প্রথম কোনো নারী। গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে খবর পড়েন বিয়াম আল দখিল। সহ-সংবাদ পাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন তিনি। 

সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির নারীদের জন্য নতুন মাইলফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন।

সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে খবর পড়লেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন তিনি। এছাড়া বাহরাইনের আল-আরব চ্যানেলেও সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। 

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ অধীনে নারীদের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দশক পর সেদেশে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন নারীরা। অনুমতি পেয়েছেন গাড়ি চালানোর। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে নারীদের সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন যুবরাজ।

যদিও আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে এখনো গোটা বিশ্বে নারী স্বাধীনতার নিরিখে সবচেয়ে পিছিয়ে সৌদি আরবে।

গত জুনে থমসন রয়েটার্সের করা এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপদজনক ৫টি দেশের মধ্যে একটি সৌদি আরব।